Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি কি সেবা পাবেন

ইউআইএসসি ইউআইএসসি বলতে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র । বর্তমান সরকার “ডিজিটাল বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে এটির মাধ্যমে গ্রামের সকল জনগণকে তথ্য ও সেবা পাওয়া নিশ্চিত করার জন্য ইউআইএসসি কার্যক্রম চালু করছে। ৮নং লছমনপুর ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের সেবা সমূহঃ ১৷ এখানে ফটোকপি করা হয়৷ ২৷ কম্পিউটার কম্পোজ করা হয়৷ ৩৷ কম্পিউটারের মাধ্যমে স্ক্যানারের সকল কাজ করা হয়৷ ৪৷ ইন্টারনেটের মাধ্যমে সকল প্রকার চাকুরীর আবেদন ফরম ডাউনলোড করা হয়৷ ৫৷ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্ভতি করা যায়৷ ৬৷ জিএসসির রেজিঃ ও রেজাল্ট দেওয়া হয়৷ ৭৷ ই-মেলের মাধ্যমে বিদেশে তথ্যের আদান প্রদান করহয়৷ ৮৷ ফটোশপের কাজ করা হয়৷ ৯৷ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফলাফল দেওয়া হয়৷ ১০৷ এখানে শিক্ষক নিবন্ধনের ফরম পূরণ করা হয়৷ ১১৷ স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়৷ ১২৷ স্বল্পমূল্যে প্রজেক্টর ভাড়া দেওয়া হয়৷ ১৩৷ কৃষকের কৃষি ফসলি জমির পোকামাকড় নিধন সংক্রান্— তথ্য অনলাইনের মাধ্যমে প্রদান করা হয়৷ ১৪৷ মত্স্য চাষীদের মাছের বিভিন্ন প্রকার রোগ নিরুপন সংক্রান্ত তথ্য প্রদান করা হয়৷ ১৫৷ কম্পিউটার এর টাবলশুটিং সংক্রান্ত — সমস্যার সমাধান করা হয়৷ ১৬৷ কম্পিউটার অপারেটিং সিস্টেম ইন্সটল দেওয়া হয়৷ ১৭৷ কম্পিউটার ভাইরাস আক্রান্ত— হলে এন্ট্রিভাইরাস আপডেট দেওয়া হয়৷ ১৮৷ ইন্টারনেট এর মাধ্যমে বিদেশে বিদেশে কর্মরত লোকের সাথে যোগাযোগ ও ছবি দেখে কথা বলা যায়৷